উত্তরণ স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব এর পক্ষ থেকে এক বেলার আহার কে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এক বেলার আহার এর সকল সেচ্ছাসেবী'রা এবং সেই সাথে উক্ত সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেছেন।
আজ শুক্রবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উত্তরণ স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব একটি প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে উক্ত সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে এক বেলার আহার কে এই অনুদান প্রদান করা হয়।
উত্তরণ স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব নওয়াপাড়া, অভয়নগরের একটি খেলাধুলা এবং সামাজিক সংগঠন। দীর্ঘদিন যাবত উক্ত সংগঠনের সদস্যরা বিভিন্ন ধরনের খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে। এছাড়া তারা নিজেদের অর্থায়নে করোনাকালে বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাড়িয়ে নিজেদেরকে সামাজিক সংগঠন হিসাবে প্রমাণিত করেছে।
অপরদিকে, এক বেলার আহার একটি বিনামূল্যে খাদ্য সরবরাহকারী সংগঠন (ফুড ব্যাংক)। ক্ষুধার রাজাকে হারিয়ে হাসিকে জয় করতে এই শ্লোগান নিয়ে তাদের পথ চলা শুরু হয়। এ যাবত তারা বেশ কিছু খাবার বিতরণ করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।
সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে আমাদের আশেপাশের শত শত অনাহারী মানুষদের মুখে হাসি ফুটতে পারে,
তাই আপনারাও আপনাদের সাধ্য মত সহযোগিতার হাত বাড়িয়ে দেন
বিকাশ : 01940878571
নগদ : 01940878571
0 Comments
Please Validate the Captcha.