বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। ১৮৮৫ সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৪৪ কিমি দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করা হয়। ক্রমান্বয়ে এটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে জগন্নাথগঞ্জ ঘাট এবং পরবর্তীকালে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয়। ১৮৮৭ সালে আরও ভাল ব্যবস্থাপনার লক্ষ্যে নর্দান বেঙ্গল রেলওয়ে এবং ঢাকা স্টেট রেলওয়েসহ কাউনিয়া থেকে কুড়িগ্রাম (ধরলা) পর্যন্ত ন্যারোগেজের (৭৬২ মিমি) রেললাইনকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করা হয়। একই কারণে ১৮৮২-৮৪ সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগাঁ-যশোর-খুলনা ব্রডগেজ রেললাইন তৈরি করা হয়। এসময় নওয়াপাড়া রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।
TRAIN SCHEDULE Bangladesh
কপোতাক্ষ এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল ৬ঃ৪৭ মিনিট, গন্তব্য রাজশাহী।
রূপসা এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল, ৭ঃ৪১মিনিট, গন্তব্য চিলাহাটি।
চিত্রা এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল, ৯ঃ৩১মিনিট, গন্তব্য ঢাকা।
সাগরদাঁড়ি এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় বিকাল, ৪ঃ৩১মিনিট, গন্তব্য রাজশাহী।
সীমান্ত এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় রাত, ৯ঃ৪৯মিনিট, গন্তব্য চিলাহাটি।
সুন্দরবন এক্সপ্রেস (আন্তঃনগর)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় রাত, ১০ঃ৪৯মিনিট, গন্তব্য ঢাকা।
বিঃদ্রঃ কপোতাক্ষ ও সুন্দরবন(মঙ্গলবার), রূপসা(বৃহস্পতিবার), সীমান্ত, সাগরদাড়ি, চিত্রা এক্সপ্রেস(সোমবার) সাপ্তাহিক বন্ধ থাকে।
ক্লিক করে দেখে নিন নওয়াপাড়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচী
TRAIN SCHEDULE Noapara to khulnaনকশীকাঁথা (কমিউটার)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় রাত, ২ঃ৩৯মিনিট, গন্তব্য গোয়ালন্দঘাট।
বেতনা এক্সপ্রেস-১ (কমিউটার)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল, ৭ঃ২০মিনিট, গন্তব্য বেনাপোল।
রকেট (কমিউটার)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল, ১০ঃ০৭মিনিট, গন্তব্য পার্বতীপুর।
মহানন্দা এক্সপ্রেস (কমিউটার)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় সকাল ১২ঃ১৯মিনিট, গন্তব্য চাপাইনবয়াবগঞ্জ।
বেতনা-৩ (কমিউটার)
নওয়াপাড়া থেকে ছেড়ে যায় দুপুর ০১ঃ১৬মিনিট, গন্তব্য বেনাপোল।
0 Comments
Please Validate the Captcha.