কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি
তারিখ: ১৭ জানুয়ারি,২০২২
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতি
শনাক্ত: ৬৬৭৬, সুস্থ: ৪২৭, মৃত্যু: ১০। এ নিয়ে মোট শনাক্ত ১৬,২৪,৩৮৭ জন, মোট মৃত্যু হয়েছে ২৮,১৫৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫,৫৩,৩২০জন।
✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন
✅ টিকা নিন
✅ টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন।
✅ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
✅ সেবা পেতে মাস্ক পরুন। No mask no service
0 Comments
Please Validate the Captcha.