কম্পিউটারে ব্যবহারের জন্য বাংলা ফন্টের জনক সাইফুদ্দাহার শহীদ যুক্তরাষ্ট্রের আলবুকার্কে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে তিনি মারা যান।
১৯৮৫ সালের ২৫ জানুয়ারি তিনি নিজের উদ্ভাবিত বাংলা ফন্ট শহীদলিপি দিয়ে মাকে প্রথম চিঠি লিখেছিলেন। নিজের নামের সাথে সামঞ্জস্য থাকলেও তিনি প্রকৃতপক্ষে ভাষা শহীদদের সম্মানার্থে কম্পিউটারের প্রথম বাংলা ফন্ট শহীদলিপি নামকরণ করেছিলেন।তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন (ME'69)।
0 Comments
Please Validate the Captcha.