অভয়নগরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

 যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর’র চেঙ্গুটিয়া এলাকার ঘোষপাড়া সংলগ্ন যশোর- খুলনা মহাসড়কে ট্রাক চাপায় শাহ্ আলম কাজী (৩৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শাহ্ আলম পৌরসভার ২ নং ওয়ার্ড’র নওয়াপাড়া মধ্যপাড়া গ্রামের নুর মোহাম্মদ কাজীর বড় ছেলে।



জানা যায়, সোমবার (১৭ জানুয়ারি) বিকালে শাহ্ আলম বাইসাইকেল যোগে দুধের ড্রাম নিয়ে যশোর অভিমুখে যাচ্ছিল। এসময় একই দিকে যাওয়া একটি ডাম্প ট্রাক তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহ আলমের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শিপন
বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments