খুলনা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি _ TRAIN SCHEDULE KHULNA

 

বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র-মালিকানাধীন ও রাষ্ট্র-পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে। তবে এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও অংশগ্রহণ রয়েছে। যেমন, খাদ্য ও পানীয়ের ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনের রেলওয়ে রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থা এবং প্রধান রেলপথসমূহে ফাইবারঅপটিক কেবল স্থাপন, পরিচালন ও রক্ষনাবেক্ষনের কাজ বেসরকারি সংস্থার ওপর দেওয়া হয়েছে।

TRAIN SCHEDULE NOAPARA TO KHULNA

বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়, একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে। এদেরকে যথাক্রমে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য ১২৭৯ কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য ১৪২৭ কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলের রূপসা নদীর পূর্ব প্রান্তের ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা-বাগেরহাট ব্রড-গেজ রেলপথ সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবেও ধরা হয়।

TRAIN SCHEDULE KHULNA

TRAIN SCHEDULE KHULNA TO BANGLADESH


খুলনা থেকে ছেড়ে যাওয়া সকল কমিউটার ও আন্তঃনগর ট্রেনের সময়সূচিঃ


১. নকশীকাঁথা (কমিউটার) খুলনা থেকে ছেড়ে যায় রাত, ২ঃ৩০মিনিট, গন্তব্য গোয়ালন্দঘাট।
২. কপোতাক্ষ এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় সকাল ৬ঃ১৫ মিনিট, গন্তব্য রাজশাহী।
৩. বেতনা এক্সপ্রেস-১ (কমিউটার) খুলনা থেকে ছেড়ে যায় সকাল, ৬ঃ৪৫মিনিট, গন্তব্য বেনাপোল।
৪. রূপসা এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় সকাল, ৭ঃ১০মিনিট, গন্তব্য চিলাহাটি।
৫. চিত্রা এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় সকাল, ৯ঃ০০মিনিট, গন্তব্য ঢাকা।
৬. রকেট (কমিউটার) খুলনা থেকে ছেড়ে যায় সকাল, ৯ঃ৩০মিনিট।ল, গন্তব্য পার্বতীপুর।
৭. মহানন্দা এক্সপ্রেস (কমিউটার) খুলনা থেকে ছেড়ে যায় সকাল ১১ঃ০০মিনিট, গন্তব্য চাপাইনবয়াবগঞ্জ।
৮. বেতনা-৩ (কমিউটার) খুলনা থেকে ছেড়ে যায় দুপুর ১২ঃ৪০মিনিট, গন্তব্য বেনাপোল।
৯. সাগরদাঁড়ি এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় বিকাল, ৪ঃ০০মিনিট, গন্তব্য রাজশাহী।
১০. সীমান্ত এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় রাত, ৯ঃ১৫মিনিট, গন্তব্য চিলাহাটি।
১১. সুন্দরবন এক্সপ্রেস (আন্তঃনগর) খুলনা থেকে ছেড়ে যায় রাত, ১০ঃ১৫মিনিট, গন্তব্য ঢাকা।

Post a Comment

1 Comments

Please Validate the Captcha.