বড় ভাই পাকিস্তানের সিতারা ই জুরাত, ছোট ভাই বাংলাদেশের বীর প্রতীক

 বড় ভাই পাকিস্তানের সিতারা ই জুরাত, ছোট ভাই বাংলাদেশের বীর প্রতীক: মেজর জেনারেল জামিল ডি আহসানের কথা: তারা দুজন যশোরের কৃতি সন্তান।



তিনি শুধু জেনারেলই নন,একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আর তাঁর বড় ভাই পাকিস্তান বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত অফিসার। একই পরিবারের দুই ভাই দুই দেশের বীর; একজন বাংলাদেশের বীর প্রতীক, অপরজন পাকিস্তানের সিতারা ই জুরাত। এমন যোদ্ধা, বীর সমৃদ্ধ পরিবার ক’টি আছে? বাংলাদেশ সেনাবাহিনীর সেই বীর প্রতীক মুক্তিযোদ্ধার নাম মেজর জেনারেল জামিল ডি আহসান। তাঁর বড় ভাই মরহুম ফ্লাইট লেফটেনেন্ট জিয়াউদ্দিন আহসান,এস জে। তিনি ওই পদক লাভ করেন ১৯৬৫ সালের যুদ্ধে ফ্লাইং অফিসার থাকাকালীন অসম সাহসের জন্য । দু:খজনক হলো ১৯৭১ সালের মার্চের শুরুতে এক বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট জিয়া করাচিতে নিহত হন। এই হৃদয়বিদারক ঘটনার কিছুদিন পরই তাঁর ছোট ভাই জামিল ডি আহসান তাঁর মা’র কাছে অনুমতি চান মুক্তিযুদ্ধে যাওয়ার। বড় ছেলে হারানোর শোকে ম্যুহমান মা সেই অনুমতি দিয়েছিলেন হাসিমুখে



এমন একটি পরিবারের জীবন্ত কিংবদন্তি মেজর জেনারেল জামিল ডি আহসানকে দেখলে যে কারো প্রথমে মনে হবে তিনি খুব নরম ও ভদ্র মানুষ;তিনি আসলেও তাই।আকার, আকৃতিতে গড়পড়তা বাঙ্গালিদের মতোই। কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি কখনোই ভদ্র ছিলেন না। সেখানে তিনি ছিলেন বাঘ। পার্বত্য চট্টগ্রামেও তিনি অসম সাহসিকতার সাথে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়েছেন।চাকুরি জীবনে এস এস এফ-এর মহাপরিচালক, কুমিল্লায় অবস্থিত ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

Post a Comment

1 Comments

Please Validate the Captcha.